বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা জুন) উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নে সেবা মানব কল্যাণ কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান এ প্রতিযোগিতার আয়োজন করে। চুড়ান্ত প্রতিযোগিতায় ইউনিয়নের ৬০টি মাদ্রাসা ও মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
প্রতিযোগিতা শেষে সেবা মানব কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক এম. মনজুর কাদিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির এবং সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার।
বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ হেসেন, মো. দেলোয়ার হোসেন, শেখ আবুল হোসেন, মো. নেছার উদ্দিনসহ অন্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।