Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেম আসক্তিকে রোগের স্বীকৃতি হু’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ভিডিও গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও, হু)। অতিরিক্ত কমপিউটার ব্যবহার বা ভিডিও গেমের প্রতি এই আসক্তি মানুষের ব্যক্তিজীবনকে খুবই ক্ষতিগ্রস্ত করে। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিও গেম আসক্তিকে স¤প্রতি রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘদিন পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নতুন এই রোগকে ‘গেমিং ডিসঅর্ডার’নামে ডাকা হবে। অবশ্য গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি বৈশ্বিক গেমিং প্রতিষ্ঠানগুলো। এমনকি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে। ভিডিও গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে বিভিন্ন গেমিং প্রতিষ্ঠান বলছে, ভিডিও গেম খেললে যে শারীরিক ক্ষতি হয় এমন সুস্পষ্ট কোনও প্রমাণ নেই। প্রসঙ্গত, ভিডিও গেমের প্রতি মানুষের আসক্তি ক্রমেই বাড়ছে। এনবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ