Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়া-ইরাকে ১৩শ বেসামরিক নাগরিক নিহতের দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের হাতে ১ হাজার ৩০০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এক বিবৃতিতে জোটটি এ কথা স্বীকার করেছে। বিবৃতিতে মার্কিনজোট জানায়, প্রায় পাঁচ বছর আগে আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরুর পর জোটের পক্ষে ৩৪ হাজার ৫০২টি হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় অনিচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকরা নিহত হয়েছে। এদিকে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থার মতে, প্রকৃত নিহতের সংখ্যা আরো অনেক বেশি। সংস্থাটির ধারণা, আনুমানিক প্রায় ১৩ হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ২০১৪ সালে আইএস ইরাক ও সিরিয়ার ব্যাপক অঞ্চলের নিয়ন্ত্রণ দখল করে খেলাফতের ঘোষণা দেয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ