পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্পাইস কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল স্পাইস কেয়ার ফাউন্ডেশন ও ৯৬.৪ স্পাইস এফএম ও স্পাইস নিউজ বিডি.কম’র সিইও তাসলিম বর্ষা ইসলাম বংশালের সুরিটোলা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ওমর আলী, ঢাকা মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানে এ এলাকার তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে স্পাইস কেয়ারের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, চাল ও তেল পেয়ে এলাকার হতদরিদ্র মানুষ বেজায় খুশি। তারা বলেন, এ প্রতিষ্ঠানের মতো যদি সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে গরিবদের কষ্ট কমে যাবে। আমাদের মতো গরিব মানুষেরা আনন্দে ঈদ করতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।