Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাংশায় কিশোরকে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা : রাজবাড়ী পাংশার পাট্টার কৃষক লিয়াকত শেখের ছেলে অটো ভ্যান চালক রিন্টু শেখ (১৪)কে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, পাংশা উপজেলার পাট্টা ইউপির পাট্টা গ্রামের কৃষক লিয়াকত শেখের কিশোর ছেলে রিন্টু শেখ গত ২৮ মে সকাল আনুমানিক ৭টার দিকে সকালের খাবার খেয়ে বাড়ি থেকে অটো ভ্যান নিয়ে পাট্টা বাজারের দিকে রওয়ানা হয়। কিশোর রিন্টু শেখ যাত্রী টানার উদ্দেশ্যে ঘটনার দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন এলাকায় খুঁজে না পেয়ে রাতভর খোঁজাখুঁজি অব্যাহত রাখে। অবশেষে গতকাল রবিবার সকাল ১০টার দিকে পাংশা পৌর এলাকার বিষ্ণুপুর মৌজার কানাপুকুর মাঠে জনৈক রফিক বিশ্বাসের পাট ক্ষেতে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিন্টুর গলায় গামছা পেঁচানো ও গামছা দিয়ে পেছনে দু হাত বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। পরে ওই পরিবারকে খবর দিলে তারা কিশোর রিন্টুর লাশ শনাক্ত করে। এ রিপোর্ট লেখাকালীন ময়নাতদন্তের জন্য রিন্টুর লাশ রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাংশায় কিশোরকে শ্বাসরোধ করে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ