Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভালোবাসার প্রতীক হলো চীনা ড্রোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে বিশ্বকে বারবার তাক লাগিয়ে দেয়াটা চীনের জন্য নতুন কিছু নয়। এবার তারা আকাশে ড্রোন উড়িয়ে ফুটিয়ে তুলেছে আলোকোজ্জ্বল প্রজাপতি আর ভালোবাসাসহ বিভিন্ন প্রতীক। বেইজিংয়ে আয়োজিত এক আন্তর্জাতিক উৎসব উপলক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ইউটিউবে ছড়িয়ে পড়া ড্রোনের প্রদর্শনীর একটি ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে আলোর সজ্জা। বার বার তার রূপ পরিবর্তন হচ্ছে। কখনও তা কোনও নারী-পুরুষের আকার নিচ্ছে, কখনও সেখানে ফুটে উঠছে পৃথিবীর অবয়ব। কিছুক্ষণের মধ্যেই তা আবার পরিবর্তন হয়ে যাচ্ছে অন্য সজ্জায়। কখনও প্রজাপতি, কখনও আবার ভালোবাসার প্রতীক হয়ে যাচ্ছে সেই আলোকসজ্জা। গুইঝো প্রদেশের গুইয়াং শহরে সোমবার এই আলোর প্রদর্শনী হয়। এতে ওড়ানো হয়েছিল ৫২৬টি ড্রোন। আন্তর্জাতিক আয়োজন এক্সপো ২০১৯ এর অংশ হিসেবে এই প্রদর্শনী। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ