মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অফিসে মিনি-স্কার্ট পরলেই অর্থ দেয়া হচ্ছে। নারী কর্মীরা যেন অফিসে মিনি-স্কার্ট পরে আসেন সেজন্য তাদের বোনাস হিসেবে নগদ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার একটি কোম্পানি। এমন অফার দিয়ে রীতিমত সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই কোম্পানিকে। কারণ তারা তাদের নারী কর্মীদের স্কার্ট পরে কর্মস্থলে আসতে উৎসাহিত করছে। টেটপ্রফ নামের ওই কোম্পানিটি অ্যালুমিনিয়াম উৎপাদন করে থাকে। আগামী ৩০ জুন পর্যন্ত তারা ‘ফেমিনিটি ম্যারাথন’ প্রচারণা চালাবে। এটি তাদের নারী কর্মীদের স্কার্ট বা এ ধরনের পোশাক পরে অফিসে আসতে উদ্বুদ্ধ করার প্রচারণা। তারা বলছেন, যেসব নারী কর্মী স্কার্ট পরবে তাদের তারা নিয়মিত বেতনের বাইরেও অতিরিক্ত একশ রুবল বোনাস দেবে। স্কার্ট বলতে এখানে হাঁটু থেকে ৫ সেন্টিমিটারের বেশি বড় নয় এমন পোশাকের কথা বলছে তারা। আর বোনাস পেতে হলে অফিসে এসে নিজের একটি ছবি তুলে পাঠাতে হবে কোম্পানিকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ একে নারীদের বাজেভাবে উপস্থাপন বলে অভিযোগ করেছেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।