Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোর সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

চীনের পর এবার মেক্সিকোর সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসন প্রতিহত করতে মেক্সিকো থেকে আসা সকল পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আগামী ১০ জুন থেকে মেক্সিকো থেকে আমাদের দেশে আসা সকল পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং অবৈধ অভিবাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধীরে ধীরে তা (শুল্কারোপ) বাড়তে থাকবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মি: ট্রাম্প বলেছেন প্রতি মাসে ৫ শতাংশ করে শুল্ক বাড়বে, ২৫ শতাংশ না হওয়া পর্যন্ত। মেক্সিকোর সকল পণ্যের ওপর শুল্কারোপের কারণ হিসেবে ট্রাম্প মেক্সিকো দিয়ে অবৈধ অভিবাসীর কথা উল্লেখ করেছেন। খবরে বলা হয়, মেক্সিকো থেকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, মেক্সিকো থেকে আমাদের দেশে আসা সব ধরণের পন্যের ওপর ১০ জুন যুক্তরাষ্ট্র পাঁচ শতাংশ শুল্ক আরোপ করবে। মেক্সিকো হয়ে আমাদের দেশে অবৈধ অভিবাসীদের আসা বন্ধ না হওয়া পর্যন্ত এটি চলবে। অবৈধ অভিবাসী সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত শুল্ক ধাপে ধাপে বাড়ানো হবে।’ এর আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ স্রোত ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সীমান্ত সংস্থাগুলো জানিয়েছে, অভিবাসীরা উপচে পড়ছে। তবে সমালোচকরা বলেছেন, এসব অভিবাসীদের সমস্যা সমাধানে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে এবং অভিবাসীদের সঙ্গে দুর্বব্যবহার করা হচ্ছে। ট্রাম্পের এই করারোপের সমালোচনা করে উত্তর আমেরিকায় মেক্সিকোর শীর্ষ কূটনীতিক জেসাস সিড বলেছেন, এটি হবে ‘বিপর্যয়কর’। তিনি বলেন,‘এটি কার্যকর হলে আমরা অবশ্যই কড়া জবাব দেব।’ বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ