Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকশিকাঁথাসহ সাত ব্যবসায়িকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১:২৩ এএম

ফরিদপুরের বোয়ালমারী বাজারে বৃহস্পতিবার (৩০.০৫.১৯) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নকশিকাঁথাসহ ৭ ব্যবসায়িকে বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন। বেলা ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। এ সময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী উপজেলা সভাপতি মুহাব্বাত জান চৌধুরী, সাধারণ সম্পাদক নুরইসলাম উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, লিচু কম দেওয়ায় বোয়ালমারী বাজারের লিচু ব্যবসায়ি ইমাম হোসেনকে ১হাজার ও জাকির হোসেনকে ৫শ, ফ্যাশন গ্যালারী স্বত্বাধিকারী ইকবালকে ৮ হাজার, নকশিকাঁথার স্বাত্বাধিকারী মাসুমকে পোশাকের মূল্য বেশি নেওয়ায় ১০হাজার, মুদি দোকান ব্যবসায়ি রুহুল আমিনকে ৪ হাজার, ইউনুচ মোল্যা ১ হাজার, মোশাররফ হোসেনকে মেয়াদ উত্তীর্ন মাল রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর আওতায় এ জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নকশিকাঁথা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ