বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদে যাতে ঘরেফেরা যাত্রীরা সহজে লঞ্চ টার্মিনাল দিয়ে চলাচল করতে পারে সে জন্য দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের লঞ্চ টার্মিনালের ছাউনির ভেতর থাকা যত্রতত্র ভাসমান অবস্থায় থাকা প্রায় অর্ধশতাধিক দোকান বৃহস্পতিবার সকালে সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এরপর টার্মিনালের ছাউনির ভেতর অবৈধভাবে দোকান করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়ার হুশিয়ারিও দেয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের লঞ্চ টার্মিনালের ছাউনির ভেতর যত্রতত্র ভাসমান অবস্থায় প্রায় অর্ধশতাধিক দোকান ছিল। টার্মিনালের ছাউনির ভেতর এ সব দোকান থাকায় যাত্রীদের চলাফেরা সমস্যা সৃষ্টি হতো। ঈদে যাত্রীরা যাতে কোন রকম বিড়ম্বনা ছাড়া যাতায়ত করতে পারে সে জন্য শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট (কমিশনার ভূমি) আল নোমানের নেতৃত্বে ভাসমান দোকানগুলো সরিয়ে দেয়া হয়। টার্মিনালের ছাউনির ভেতর অবৈধভাবে দোকান করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়ার হুশিয়ারিও দেয়া হয়। এসময় পুলিশ, বিআইডবিøউটিসি'র কর্মকর্তাসহ লঞ্চ ঘাটের লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় যাত্রীরা জানান, প্রশাসন খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। টার্মিনালের ছাউনির ভেতর ভাসমান দোকানগুলো না থাকলে চলাচল সহজ হয়। জটলা বাধে না।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সকালে লঞ্চ টার্মিনালের ভেতরে হকারদের ভাসমান দোকানগুলো প্রশাসন সরিয়ে দিয়েছে। এসময় তাদের সতর্ক করে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, অবৈধ ছড়িয়ে-ছিটিয়ে থাকা দোকানগুলোর জন্য যাত্রীদের চলাচলে ভীষন সমস্যা হতো। আর ঈদ মৌসুমে যাত্রীদের চাপ বেড়ে গেলে টার্মিনালের ছাউনির ভেতর এসকল দোকানের জন্য মানব জটলা বেধে যেতো।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, যাত্রীদের দুর্ভোগ রোধে লঞ্চ টার্মিনালে রাখা ভাসমান দোকানগুলো সরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে। সকালে দোকানগুলো সরিয়ে দেয়া হয়। পরবর্তীতে যাতে কেউ টার্মিনালের ভেতরে ভাসমান দোকান বসাতে না পারে বিষয়টি আমিও সরাসরি মনিটরিং করবো। যাত্রীদের ভোগান্তি যেন না হয় সে জন্য সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।