Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে গার্মেন্টকর্মী গণধর্ষণে তিন লম্পট গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:৪৫ এএম

রূপগঞ্জে গার্মেন্টকর্মী গণধর্ষণের ঘটনায় ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ, গত ২৭ মে রাতে ঐ তরুণী ধর্ষণের শিকার হয়। গ্রেফতারকৃতরা হলো তারাব হাটিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে নাঈম, একই এলাকার আব্দুল বারেকের ছেলে বাদশা মিয়া ও সোনারগাঁয়ের লাদুরচর এলাকার দেলোয়ারের ছেলে হাবিবুর রহমান। বর্তমানে তারা হাটিপাড়া এলাকার কামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

মামলার তদন্তকারি কর্মকর্তা ও রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, গত ২৭ মে সন্ধ্যায় তারাব পৌরসভার আবদুল্লাহ স্পিনিং মিলের শ্রমিক (১৬) কারখানা থেকে হাটিপাড়া এলাকার বাসায় ফেরার পথে নাঈম হোসেন, বাদশা মিয়া ও হাবিবুর রহমান তার পথরোধ করে। পরে তাকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। ধর্ষিতার গোঙানির শব্দ পেয়ে পথচারিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঐ তিন ধর্ষককেকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গার্মেন্টকর্মী গণধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ