Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুত্র-পুত্রবধূর ভয়ে ঘরছাড়া বাবা-মা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:৪৫ এএম

ছেলে ও ছেলে বউয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বগুড়া সদরের কৈ পাড়া হিন্দু পল্লীর ৯৪ বছর বয়সী রামেশ্বর চন্দ্র রায় ও তার স্ত্রী রাধা রানী রায়। জমি লিখে না দেয়ায় গত ৩ বছর যাবৎ পুত্র ও পুত্রবধূর নির্যাতন চলছে।

রামেশ^র রায়ের অভিযোগ, তার ছেলে শিবু রায় ও শিবুর স্ত্রী আঁখির লোভ তার বসত ভিটার ওপর। ছেলে ও ছেলের বউয়ের ইচ্ছা অনুযায়ী বসত ভিটা তাদের নামে লিখে না দেয়ায় তিন বছর ধরে চলছে তাদের ওপর শারীরীক ও মানষিক নির্যাতন ।

নির্যাতনের ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাত আড়াইটায় তাদের শয়ন কক্ষে প্রবেশ করে শিবু ও তার স্ত্রী তাকে শ্বাসরোধে মেরে ফেলতে চেষ্টা করে।

টের পেয়ে বাঁধা দিলে শিবু রামেশ^রের স্ত্রী রাধারানীর মাথায় ইট দিয়ে আঘাত করে। এই ঘটনার পরে বৃদ্ধ রামেশ্বর তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান ।
গতকাল বৃহষ্পতিবার বগুড়া প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে রামেশ^র ঘটনার বিবরণ দিয়ে বলেন , আমরা মরে গেলেতো শিবুই সম্পত্তির মালিক হবে । কিন্তু ওই সম্পত্তির লোভে কেন সে আমাদের মরার আগেই মেরে ফেলতে চায়, কেন আমাদের নিজের ছেলে ও ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াতে হবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুত্র-পুত্রবধূর ভয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ