রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাচোলে পৌত্র’র (পোতা) লাঠির আঘাতে দাদা মশিউর রহমান (৪২) এর মৃত্যু হয়েছে। রাজশাহীর পপুলার হাসপাতাল সিডিএম-এর আইসিইউতে সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে তার মৃত্যু হয়। মসিউর রহমান নাচোল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে হাজিডাঙ্গা গ্রামের মৃত জহুর আলীর ছেলে এবং নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের ছোট ভাই।
গত শুক্রবার বিকেলে মাথায় লাঠির আঘাতজনিত কারণে আহত ও অচেতন অবস্থায় তাকে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহীর সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন থেকেই রাজশাহী সিডিএম হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে তাকে রেখে নীবিড় পর্যবেক্ষণ করছিলেন ওই হাসপাতালের চিকৎসকগণ। কিন্তু লাইফসাপোর্টে রেখে সপ্তাহ ধরে চিকিৎসা দেয়া হলেও তার অবস্থার কোন উন্নতি ঘটেনি।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মসিউরের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে প্রয়োজনীয় কাজ শেষে বিকেলে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। অভিযোগে জানা গেছে, গত ২৪ মে বিকেলে নাচোল পৌর এলাকার হাজিডাঙ্গা গ্রামে মসিউরের বসতবাড়ি সংলগ্ন চাচাতো ভাই গোল মোহাম্মদের জমির চাতালে মশিউরের ধান মাড়াই কেন্দ্রকরে উভয় পক্ষের মধ্যে কিছু সময় পর পর কয়েক দফা কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করে। এক পর্যায়ে মসিউর রহমান ও তার ভাইয়ের ছেলে ও ভাগ্নে অসিম ধাওয়া করে এগিয়ে গেলে অপর পক্ষের গোল মোহাম্মাদের ছেলে মিজানুর রহমান, রেজাউল ইসলাম ও পৌত্র সজিবের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সজিব তার দাদা মশিউরের মাথায় লাঠির অঘাত করলে মশিউর গুরুতর আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।