বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফেনী সদরের তোফাজ্জল হোসেন ওরফে তজুসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৯১ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তত করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। আসামি তোফাজ্জল হোসেন এনসিসি ব্যাংকের সাবেক ডিরেক্টর, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক, ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক ছাড়াও কম পক্ষে ১২টি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। অন্য আসামিরা হলেন- মো. ইউসুফ ও নূর মোহাম্মদ ওরফে এম নূর আহমদ। আসামিদের মধ্যে কারাগারে আছেন নূর মোহাম্মদ। বাকি দু’জন পালাতক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।