Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল-পরশু খাদ্য সংগ্রহ কেন্দ্র খোলা রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:০৯ এএম

চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে আগামী ১ ও ২ জুন খাদ্য অধিদফতরের আওতাধীন সব সংগ্রহ কেন্দ্র খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার খাদ্য অধিদফতরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার আগে আগামী ৩ জুন একদিন কার্যদিবস রয়েছে। ঈদের আগে আগ্রহী কৃষক ও মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদফরের সংগ্রহ কেন্দ্রগুলোতে তাদের পণ্য (ধান, গম, চাল) বিক্রি করতে পারেন এ জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের বোরো মৌসুমে সরকার সাড়ে ১২ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহের এই অভিযান চলবে। এরমধ্যে ধান সংগ্রহ করা হবে দেড় লাখ মেট্রিক টন, বাকিটা চাল ও গম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল-পরশু খাদ্য সংগ্রহ কেন্দ্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ