বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়নগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল নতুন শহর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ জ্বালানি তেল চোরাই চক্রের ১৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। এসময় চোরাইকৃত ৫৫০০ লিটার ডিজেল, ১১০ লিটার অকটেন ও বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের সদস্যরা ২৯ মে তারিখ সকাল সাড়ে টার দিকে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ জ্বালানি তেল চোরাই চক্রের সাথে জড়িত ভোলানাথপুর এলাকার আসাদ মিয়ার ছেলে রতন মিয়া (৪২), খিলক্ষেত থানার তলনা এলাকার মৃত ওয়াজদ্দিনের ছেলে হাতেম মিয়া (৫২), চাঁদপুর জেলার কচুয়া থানার ভুদুমড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ(২৫) একই উপজেলার চাঁদপাড়ার অলি মিয়ার ছেলে আইনুদ্দিন (১৮), রূপগঞ্জের কালনী এলাকার জনৈক আব্দুল হকের শ্যালক, মাঝিপাড়া এলাকার সবুর খানের ছেলে রাজিব খান (২৪), গোয়ালপাড়া এলাকার আমির হোসেনের ছেলে সোহেল রানা (৪০) সুরিয়াবো এলাকার আলী হোসেনের ছেলে সজিব মিয়া (২৪), কাদিরাটেকের মৃত ফিরোজ মোলার ছেলে কাশেম মোলা (৩৫), সুরিয়াবো এলাকার সফু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (২০), মৃত মজিবর রজমানের ছেলে মফিজুল ইসলাম শান্ত (২৫), অকুল উদ্দিনের ছেলে সাকিব হোসেন (১৮), ইসলাম উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন (২৫), কফুল উদ্দিনের ছেলে আকাশ(২২) রূপগঞ্জ সদর এলাকার আলী আকবরের ছেলে ফজলুল করিম (১৯), ভোলার লালমোহন উপজেলার চরসকিনা গ্রামের জাহের আলীর ছেলে মুরাদ হোসেন(১৪) রূপগঞ্জের জাঙ্গীর এলাকার মনসুর মিয়ার ছেলে শাহিন (২৫) আবুল হোসেনের ছেলে বোরহান (৪২) নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শরীফ মিয়া(২৪) কে আটক করা হয়েছে। এ সময় তাদের ভাসমান দোকান থেকে বিভিন্ন যানবাহন হতে চোরাইকৃত ৫,৫০০ লিটার ডিজেল, ১১০ লিটার অকটেন, চোরাই তেল বিক্রয়ের নগদ (ঊনআশি হাজার পঞ্চাশ) টাকা, জ্বালানি তেল চুরির কাজে ব্যবহৃত ২০টি মোবাইল সেট, ০১টি ডিভিআর, ০১টি মনিটর ও ০১টি সিসি ক্যামেরা জব্দ করা হয়।
সিপিস কম্পানী কমান্ডার মেজর আব্দুলাহ আল মেহেদী জানান, গ্রেফতারকৃতরা সকলে একটি সংঘবদ্ধ জ্বালানি তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহর এলাকায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন প্রকারের দূরপাল্লার যানবাহনের চালক-শ্রমিকরা বিশ্রামের জন্য তাদের যানবাহন সমূহ পূর্বাচল উপশহরের মূল সড়কের পাশে পার্কিং করে রাখলে এই সুযোগে বর্ণিত চক্রের সক্রিয় সদস্যরা উক্ত পার্কিংকৃত যানবাহনগুলো হতে সুকৌশলে প্লাস্টিকের পাইপের সাহায্যে জ্বালানি তেল চুরি করে আসছিল। এর ফলে দূরপালার যানবাহনগুলোর চালক-কর্মচারীরা চরম হয়রানির শিকার হয়ে আসছিল।
আটককৃত সংঘবদ্ধ জ্বালানি তেল চোরাই চক্রের সদস্যরা নারায়নগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরের মূল সড়কের আশপাশ এলাকায় উক্ত চোরাইকৃত জ্বালানি তেল বিক্রয়ের জন্য অবৈধভাবে দোকান দিয়ে অনুমোদন ব্যতিরেকে জ্বালানি তেল মজুদ পূর্বক বিভিন্ন লোকজনের নিকট চড়া দামে বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।