Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে অটোরিকসা ড্রাইভারকে গলায় ছুরি দিয়ে রিকসা ছিনতাই

ড্রাইভার ময়মনসিংহ হাসপাতালে মৃত্যু শয্যায়

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৬ এএম

সরিষাবাড়ী উপজেলার পৌরসভার সীমানা ঘেষে ফয়েজের মোড় ভাটারা সড়কের চন্দনপুর মানিকের মোড়ে মঙ্গলবার গভীর রাতে ইয়াকুব আলী (৫০) নামে এক অটোরিকসা ড্রাইভারকে গলায় ছরিকাঘাত করে তার অটো রিকসা ছিনতাই করে নেয় দুস্কৃতিকারীরা। প্রত্যক্ষ দর্শীরা বুধবার সকালে জানায়, রাত ২টার সময় মানিকের মোড়ের পাশে মানুষের গেংগানি শব্দ শোনা যায়। শব্দ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখে অটোরিকসা ড্রাইভার ইয়াকুব মৃত্যু পথযাত্রী তার শরীর দিয়ে রক্ত ঝড়ছে ও তার গলায় ছুরিকাঘাত। তারা রাতেই ডাকাডাকি শুরু করলে নিকটস্থ তার শ^শুরবাড়ীর লোকজন এসে ইয়াকুবকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ইয়াকুব ময়মনসিংহ হাসপাতালেই টিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য অটোরিকসা ঐ ড্রাইভার ইয়াকুব আলী একই ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের কালু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে চন্দনপুর গ্রামে বিয়ে করে শ^শুর বাড়ী থেকেই অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানায়, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যাই এবং ইয়াকুবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ সহাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। আহত ইয়াকুবের ছেলে উজ্জল মিয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বাবা মোটামুটি সুস্থ, তার গলায় হাতে ৬/৭ সেলাই দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ