বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনাইমুড়ীতে উপজেলা পরিষদের উন্মোক্তকরণ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা বীরবিক্রম মোজাফফর মিলনায়তনে ২০১৯-২০২০ অর্থ বছরের ৩ কোটি ২৯ লক্ষ টাকা বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ পিপিএম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার।
সভায় ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবি, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপস্থিত সভার সার্বিক পরামর্শ ও প্রস্তাবনা গ্রহণ পূর্বক ভৌত অবকাঠামো, মৎস্য ও প্রাণিসম্পদ ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সোনাইমুড়ী উপজেলা পরিষদের উন্মোক্তকরণ বাজেট ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।