Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবেনা

এইচ,এম ইব্রাহিম এমপি

সোনাইমুড়ী (নোয়াখালী) থেকে বেলাল হোছাইন ভূইয়া | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৬ এএম

সন্ত্রাসী, চাদাবাজ, মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী ও জঙ্গি যে দলেরই হোক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি এইচ,এম ইব্রাহিম।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের বীরবিরক্রম মোজাফফর আহাম্মেদ হলরুমে উপজেলা পরিষদের আইনশৃংখলা সভায় এসব কথা বলেন এমপি ইব্রাহিম।
উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খন্দকার আর আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, সহকারী কমিশনার (ভ‚মি) আশরাফুল হাসান, সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী যে দলেরই হোক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ