Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামে চরমপন্থার কোনো সুযোগ নেই -মক্কায় ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৬ এএম

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম যে ধর্মে চরমপন্থা, সহিংসতা কিংবা সন্ত্রাসের কোন স্থান নেই। আল্লাহতাআলা পবিত্র কোরআনে মুসলমানদেরকে মধ্যম পন্থী জাতি হিসেবে অভিহিত করেছেন। ইসলামের মধ্যমপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে হবে। ইসলামের নাম ব্যবহার করে যারা হিংসা-বিদ্বেষ ছড়াতে চায় তাদের বিষয়ে মুসলিম উম্মাকে বিশেষ ভাবে সজাগ থাকতে হবে।

তিনি মঙ্গলবার পবিত্র মক্কায় মুসলিম ওয়াল্ড লীগ আয়োজিত পবিত্র কোরআন ও সুন্নার আলোকে মধ্যমপন্থা ও উদারতার মুল্যবোধ বিষয়ে আন্তর্জাতি সম্মেলনে অংশ গ্রহণকালে বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে সাক্ষাত প্রদানকালে এসব কথা বলেন। মক্কা শরীফে অনুষ্ঠেয় তিনদিন ব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৫১ টি দেশের প্রতিনিধগণ অংশ গ্রহণ করছেন। প্রতিনিধিগণের মধ্যে বিভিন্ন দেশের ধর্ম, ওয়াকফ ও হজ বিষয়ক মন্ত্রী, গ্র্যান্ড মুফতি, বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর, শিক্ষক, লেখক, গবেষকগণ এ সম্মেলনে অংশ গ্রহণ করছে। বাংলাদেশ থেকে ধর্ম সচিব মো. আনিছুর রহমান,শোলাকিয়া ঈদগাহ জামাতের খতীব আল্লামা ফরিদ উদ্দিন মাসউদসহ ইসলামি চিন্তাবিদ ও গবেষকগণ এ সম্মেলনে অংশগ্রহণ করছে।

ধর্ম প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, মদিনা রাষ্ট্রের আদর্শ ধারন করে সা¤প্রদায়িক স¤প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে সারা বিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। ইসলামের মধ্যমপন্থা ও উদারতার মুল্যবোধ বর্তমান বিশ্বের অত্যন্ত কাঙ্খিত বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ