Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্য বৃদ্ধি

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা ঃ কুমিল্লার বুড়িচং উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। বাজার ঘুরে জানা যায়- বাজার মনিটরিংয়ের অভাবে এক শ্রেণির অসাধু সিন্ডিকেটধারী ব্যবসায়ী মাহে রমজানে অধিক লাভের আশায় বিভিন্ন পণ্য মজুদ রাখায় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। মসলার মধ্যে শুধু পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও বৃদ্ধি পেয়েছে রসুনের দর। রমজানের রোজাদারদের ইফতারের অন্যতম উপকরণ ছোলার বাজারদর কিছুদিন আগেও প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা দর থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজি। অন্যান্য ডালের দর বাড়লেও মশুর ডাল ১০৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬০-১৭০ টাকা। গরুর মাংস প্রতি কেজি কিছুদিন পূর্বেও ৩৬০-৩৭০ টাকা দর থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০-৫০০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দর প্রতি কেজি ১৩৫ টাকা থেকে বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১৬০-১৭০ পর্যন্ত। এছাড়া, ইফতারির সঙ্গে সম্পৃক্ত অন্যান্য দ্রব্যাদির দর বৃদ্ধিসহ প্রতি কেজি চিনিতে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৫-৬০ টাকা।



 

Show all comments
  • সাফা ৪ জুলাই, ২০১৯, ৯:০৬ এএম says : 0
    ভালো হয়েছে কিন্তু আরো ডিটেল এ লেখলে ভালো হইতো ।।।।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ