বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ফুলহার গ্রামের কাঠ মিস্ত্রি আব্দুল আলীমের স্ত্রী জেসমিন বেগম(৪০) ডায়রিয়া রোগীর মৃত্যু হয়েছে । স্বজনদের দাবী জেসমিন ভুল চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবী পরিবারের । বুধবার আনুমানিক দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জানাগেছে, জেসমিন মঙ্গলবার গভীর রাতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার সকালে তার স্বজনরা তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। জেসমিনের স্বামী আব্দুল আলীম হাওলাদার অভিযোগ করে জানায়, আমার স্ত্রী জেসমিন বেগমকে সকালে মেডিকেলে এনে অনেক কষ্টে ভর্তি করাই। ভর্তির পরে মেডিকেল থেকে রোগীকে শুধু একটি স্যালাইন দেয়া হয়। বাকি সব ঔষধ বাহির থেকে ক্রয় করি। আমার স্ত্রী চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে।আমি বিচার চাই।এ ব্যাপারে অভিযুক্ত রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার মোঃ আবুল খায়ের মাহমুদ রাসেল এর কাছে জানতে চাইলে তিনি জানান, সকালে রোগী আসার সাথে সাথে ভর্তি করি এবং তাকে চিকিৎসা দেই। এখানে অবহেলার কোন কারণ নেই। ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রচুর পানি বাহির হয়ে যাওয়ায় কিডনি ফেইলর হয়ে তার মৃত্যু হতে পারে।পক্ষান্তরে রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে ডাইরিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রচন্ড গরম ও,পচা মাছ, বিশুদ্ধ পানি অভাবে ডাইরিয়া বৃদ্ধি পেয়েছে।ঔষধ সব ধরনে সাপ্লাই না থাকায় রোগীদের বাহির থেকে ঔষধ কিনতে হচ্ছে।এ ছাড়াও এ মাসে সম্প্রতি আর ও একজন ডাইরিয়া রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।ডাক্তার মোঃ মাহবুবুর রহমান জানান- সরকারি ঔষধ যা সাপ্লাই আছে তা দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বাকি ঔষধ বাহির থেকে রোগীরা কিনে চিকিৎসা নিচ্ছে।জেসমিনের মৃত্যুতে এলাকায় উত্তেজনা সৃস্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।