বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর রেলস্টেশন এলাকা থেকে এক কিশোরসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তারা ছিনতাইয়ের জন্য জড়ো হয়েছিল। বুধবার সকালে নগরীর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দুইটি ছোরাও পাওয়া গেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। গ্রেফতার চারজন হল- তুহিন (২৭), সাইফুল ইসলাম সুমন (৩২) ও মোক্তার হোসেন (৩৬) এবং ১৪ বছর বয়সী এক কিশোর।
ওসি মহসীন বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণী বিতানে রাতে ছিনতাই করে গ্রেফতার চারজন। রেলস্টেশন এলাকায় তারা অবস্থান করে। কিশোর বয়সী ছেলেটি বিভিন্ন বিপণী বিতানে গিয়ে প্রথমে রেকি করে। তারপর বাকি তিনজন এর প্রবেশমুখে অবস্থান নেয়। সুযোগ বুঝে ছিনতাই করে আবার তারা রেলস্টেশনে চলে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।