Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়া সদর উপনির্বাচনে সিরাজই বিএনপির প্রার্থী

চম্পা মহলে সংবাদ সম্মেলনে ঘোষণা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১:৪০ পিএম

বুধবার দুপুরে ডাকা এক সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি জিএম সিরাজ নিজেই নিজেকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন । এসংক্রান্ত লিখিত বক্তব্যে তিনি বলেন ,গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হওয়ায় বগুড়া ৬ (সদর) সংসদীয় আসনে দলের সিদ্ধান্ত অনুযায়ি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয় এবং তিনি এমপি নির্বাচিত হন । পরবর্তিতে দলের রাজনৈতিক ও তার ব্যক্তিগত কৌশলগত কারণে শপথ গ্রহণ না করায় বগুড়া-৬ আসনটি শুণ্য হয় । এরপর দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমি বগুড়া সদর আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করি এবং ২৭ মে নির্বাচন কমিশনে তা ’ বৈধ বলে গৃহিত হয়।’

তিনি বলেন , মনোনয়ন পত্র গৃহিত হওয়ার পর দলের নীতি নির্ধারক পর্যায় থেকে দলীয় প্রতীক গ্রহণের আহ্বান জানানো হয় । ফলেই আমিই বিনেপির পক্ষ থেকে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছি ।
বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএিনপির প্রভাবশালী সদস্য হেলালুজ্জামান লালুর বাসভবন সুত্রাপুরস্থ বাসভবন ‘চম্পা মহলে ’ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া সদর উপনির্বাচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ