বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে ট্রেনের ঈদ ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৯টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রির প্রথম দিনে দেওয়া হচ্ছে ৭ জুনের ফিরতি যাত্রার টিকিট।
আসন্ন ঈদুল ফিতরে সবাই যেমন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনি ঈদ শেষে কর্মস্থলে ফেরার চিন্তাও রয়েছে তাদের। ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে টিকিটের জন্য মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা থেকেই রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান নেন বহু যাত্রী। স্টেশনের টিকিট কাউন্টারের সামনেই শুয়ে-বসে রাত পার করেছেন তারা। অনেকে আবার সেহরির পর থেকে ভিড় করেন রেলওয়ে স্টেশনে।
ঈদ ফিরতি যাত্রায় ভোগান্তি এড়াতে ও কর্মস্থলে ফিরতে প্রথম দিনের টিকিট নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসেছেন যাত্রী ও তাদের স্বজনরা। অনেকে পার করেছেন নির্ঘুম রাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।