Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যখাতকে বাণিজ্যিকরণের চেয়ে সেবামুখী করা দরকার-এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, স্বাস্থ্য খাতকে বাণিজ্যিকরণের চেয়ে সেবামুখী করা দরকার। বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা অনেক উন্নতি লাভ করলেও ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সুবিধা অনেকটাই পিছিয়ে রয়েছে। এ জেলায় হৃদরোগ ইনস্টিটিউট, ক্যান্সার ইনিস্টিটিউট, আইসিউ, সিসিউ ইত্যাদি সরকারি কিংবা বেসরকারি কোন সুবিধা এখনো প্রতিষ্ঠিত হয়নি। স্থানীয় বেসকারি হাসপাতালগুলোকে এইসব ক্ষেত্রে ও রোগী সেবার ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হবার অনুরোধ জানানোর পাশাপাশি নোয়াখালীবাসীর পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকেও বিশেষভাবে অনুরোধ করবেন বলে তাঁর বক্তৃতায় বলেন। তিনি নোয়াখালী পৌরসভা ও গ্রামীণ রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার করে দেবার প্রতিশ্রæতি দিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত মেয়রকে তার মন্ত্রণালয়ে যাবার বিশেষ অনুরোধ করেন। প্রতিমন্ত্রী গতকাল (রোববার) দুপুরে জেলা শহরের হাসপাতাল রোডে নবনির্মিত রয়্যাল হাসপাতাল (ইউনিট-২) এর সেবা কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসএ টিভি ও এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এড্ভোকেট সিহাব উদ্দিন শাহীন, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ নোমান, হাসপাতালের উপদেষ্টা মোবারক হোসেন আজাদ, সিভিল সার্জন ডা.মজিবুল হক, রয়্যাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রয়্যাল হসপিটালের পরিচালক নিজাম উদ্দিন পিন্টু। এর আগে সকালে নোয়াখালী জেলা সার্কিট হাউস হলরুমে জেলার স্থানীয় প্রকৌশল অধিদপ্তর, একটি বাড়ি একটি খামার প্রকল্প, সমবায় অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জেলা ও উপজেলা পর্যায়ের অফিস প্রধানদের সাথে মতবিনিময় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যখাতকে বাণিজ্যিকরণের চেয়ে সেবামুখী করা দরকার-এলজিআরডি প্রতিমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ