Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডকে উড়িয়ে প্রস্তুতি সারল ওয়েস্ট ইন্ডিজ

ক্যারিবিয়দের জয়টি ৯১ রানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:২৭ এএম

শেষ দিনের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে নিজেদের প্রস্তুতি বিশ্বকাপ মহড়া শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃস্টলে ক্যারিবিয়দের জয়টি ৯১ রানের। ৪২১ রানের জবাবে ৪৭.২ ওভারে অলআউট হবার আগে ৩৩০ রান করে কিউইরা।

টস হেরে ব্যাট করতে নেমে শাই হোপের ঝড়ো সেঞ্চুরিতে ৪ বল হাতে রেখে অলআউট হবার আগে ৪২১ রানের রান পাহাড় গড়ে ক্যারিবিয়রা। ৮৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০১ রান করেন হোপ।

এছাড়া গেইল ২২ বলে ৩৬, লুইস ৫৪ বলে ৫০, ব্রাভো ২২ বলে ২৫, হেটমায়ার ২৪ বলে ২৭, হোল্ডার ৩২ বলে ৪৭, রাসেল ২৫ বলে ৫৪, ব্রাফেট ১৬ বলে ২৪, নার্স ৯ বলে ২১ রানের ছোট ছোট ঝড়ে বিশাল স্কোর গড়ে হোল্ডারের দল।

জবাবে টম ব্লান্ডেলের সেঞ্চুরি আর উইলিয়ামসনের ভিত গড়ে দেয়া ইনিংসের পরও বড় হার নিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শেস করে ব্ল্যাক ক্যাপসরা। ৮৯ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ব্লান্ডেল খেলেন ঝড়ো ১০৬ রানের ইনিংস।

রান আউট হবার আগে ১১টি চার ও ২টি ছক্কায় অধিনায়কোচিত ৮৫ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ