Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ম্যাচেও অনিশ্চিত স্টেইন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:১২ এএম


 চোট ছিল আগেই। সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি। আর তাতেই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না ডেল স্টেইন। শঙ্কা রয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়েও।

চোট নিয়েই বিশ্বকাপে এসেছিলেন দক্ষিণ আফ্রিকারন গতি তারকা। তবে পুরোপুরি সুস্থ না হয়ে উঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। আগামী ৩০ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচেও মাঠে নামতে পারবেন কি না সেটা নিয়ে সংশয় রয়েছে। স্টেইনের ইনজুরি প্রসঙ্গে দলের প্রধান কোচ বলেন, ‘ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আমরা আশা করছি বাংলাদেশের ম্যাচের আগে পুরোপুরি ফিট না হয়ে উঠলে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে আমরা পাব।’

আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন স্টেইন। সেখান থেকেই ইনজুরিতে পড়েন এই ফাস্ট বোলার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ