Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একশ’ বছর বয়সে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

কে বলে স্বপ্নপূরণের পথে বাধা হয়ে ওঠে বয়স? একশ’ বছর বয়সি সাবেক শিক্ষিকা লিজেল হাইজে ভেঙে দিলেন এই ধারণা। নির্বাচিত হলেন জার্মানির একটি শহরের কাউন্সিল-প্রতিনিধি। জার্মানির পশ্চিমাঞ্চলের রাজ্য রাইনলান্ড পালাটিনেটের কির্শহাইমবোলাডেন শহরে বাস করেন ৮,০০০ মানুষ। সম্প্রতি সম্পন্ন হয়েছে এই শহরের নগর কাউন্সিলের প্রতিনিধি নির্বাচন। কির্শহাইমবোলাডেনের সাবেক শিক্ষিকা একশ’ বছর বয়সে এই কাউন্সিলের প্রতিনিধি নির্বাচিত হয়ে উঠে এসেছেন খবরের পাতায়।
হাইজে এই অঞ্চলে বেশ কিছুদিন ধরেই একটি আলোচিত নাম। ‘উইয়ার ফ্যিউর কিবো’ নামের একটি তৃণমূল সংগঠনের সদস্য হিসাবে তার কাজ এই অঞ্চলে জনপ্রিয় করে তুলেছে শতবর্ষী এই শিক্ষিকাকে। ফলে, নগর কাউন্সিলের প্রতিনিধি হিসাবে তার নির্বাচন অনেকটাই স্বাভাবিক।
নগর কাউন্সিলের পাশাপাশি ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন বিষয়ে প্রশ্ন করা হলে হাইজে জানান, রাজনৈতিক কাজকর্মের সাথে বয়সের কোনো সম্পর্কে তিনি বিশ্বাস করেন না। নিজেকে ব্রেক্সিটের কড়া সমালোচক ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোর ইউরোপনীতির সমর্থক বলে পরিচয় দেওয়া হাইজে’র মতে, ‘বর্তমান রাজনীতি মানবতাবাদ থেকে পুঁজিবাদে পরিণত হয়েছে।’ তার নির্বাচনি প্রস্তাবগুলি লক্ষ্য করলে দেখা যাবে যে, তিনি একাধিক তরুণবান্ধব প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। সূত্র: ডয়েচ ভ্যালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ