Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব পরায় মুসলিম ছাত্রীকে হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

হিজাব পরায় এক মুসলিম শিক্ষার্থীকে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার ভারতের উত্তরবঙ্গের একটি মেডিক্যাল কলেজে এমন ঘটনা ঘটেছে। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের। জানা যায়, শনিবার ১০ থেকে ১২ জন অজ্ঞাত লোক জয় শ্রী রাম শ্লোগান দিতে দিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রীকে হুমকি দেয়। তারা সবাই বহিরাগত বলে ছাত্রীর দাবি। ওই ছাত্রী বলেন, শনিবার রাত ১০টা নাগাদ খাবার খেয়ে ক্যান্টিন থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলাম। এসময় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। আগে কখনও ওদের আমি দেখিনি। আমরা আমাদের মতো হাঁটছিলাম। তিনি আরো বলেন, আমি হিজাব পরে আছি দেখে ওরা আমাদের দিকে আঙুল তুলে জয় শ্রী রাম, জয় শ্রী রাম বলে চিৎকার করতে থাকে। এর পরে ওই ১০-১২ জন আমাদের দিকে তেড়ে আসছিল। বাঁচতে আমরা দৌড়ে পালাই। ওই শিক্ষার্থী বলেন, আমি একজন হিজাব পরা মুসলিম। আমি সবসময় হিজাব পরি। আমি আমার জীবনে কখনও এমন হয়রানির শিকার হইনি। এছাড়া ওই শিক্ষার্থী দেশটির পুলিশের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, স্থানীয় থানা প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করেছিল। পরে এফআইআর থেকে হুমকি শব্দ বাদ দেয়ার শর্তে অভিযোগ গ্রহণে রাজি হয় পুলিশ। তবে পরের দিন অবশ্য পুলিশ পূর্ণাঙ্গ অভিযোগ গ্রহণ করেছিল বলে তিনি জানিয়েছেন। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ