প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ঈদে প্রচারের লক্ষ্যে বিশেষ নাটক নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। নাটকটির নাম ‘বাবা তোমার হাতটা একটু ধরি’। এতে অভিনয় করেছেন, জাহানারা আহমেদ, শাহেদ শরীফ খান, আবুল হায়াত প্রমুখ। নাটকটি রচনা করেছেন আবুল হায়াত নিজেই। আবুল হায়াত বলেন, ‘ঈদকে সামনে রেখেই নাটকটি নির্মাণ করেছি। যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়িতে থাকেন এবং পরিবারের সবাইকে নিয়ে ঈদের অনুষ্ঠানগুলো দেখার চেষ্টা করেন। তাই পারিবারিক শিক্ষামূলক একটি নাটক রচনা এবং নির্মাণ করার চেষ্টা করেছি। সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই আমি এ নাটকটি নির্মাণ করছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ জাহানারা আহমেদ বলেন, ‘হায়াতের এ নাটকের গল্প আমার খুব ভালো লাগায় কাজটি করছি।’ শাহেদ শরীফ খান বলেন, ‘সবসময়তো আসলে গৎবাঁধা গল্পের নাটকে অভিনয় করি আমরা। সেই ধারা থেকে বেরিয়ে আসা গল্পের নাটক এটি। আমি নাটকে নাম ভূমিকায় অভিনয় করছি। খুব ভালো লাগছে কাজটি করতে।’ আবুল হায়ত জানান নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস। এদিকে জাহানারা আহমেদ রচনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ছোবল’। অন্যদিকে আবুল হায়াতের নির্দেশনায় ‘আকাশের ওপারে আকাশ’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।