মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউনাইটেড নেশান্স হাই কমিশনার ফর রিফিউজিস’র প্রধান ফিলিপ্পো গ্রানদি বলেছেন, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন দিয়ে রাখাইন রাজ্যের সমস্যার সমাধান হবে না, তবে বিশ্ব ব্যাংক সেখানে যে ১০০ মিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, সেটা ওই এলাকার জন্য একটা উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আসবে। মিয়ানমারে পাঁচ দিনের সফর শেষে শুক্রবার মিয়ানমার টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “এই রাজ্যটি খুবই দরিদ্র। আমি মনে করি রাখাইনের জন্য উন্নয়ন দরকার, কিন্তু সেটা অন্তর্ভুক্তিমূলক হতে হবে, তা না হলে সেটা হবে ক্ষতিকর। উন্নয়নের মধ্যে যদি সবগুলো স¤প্রদায়কে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে এটাকে আমি স্বাগত জানাবো”। তবে, গ্রানদি বলেন যে, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন দিয়ে রাখাইন রাজ্যের মানবিক সঙ্কটের সমাধান করা যাবে না। নাগরিকত্বের ইস্যু, যেটার সাথে চলাফেরার স্বাধীনতা জড়িত, সেটাকেও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। কোফি আনানের নেতৃত্বাধীন রাখাইন উপদেষ্টা কমিশন যে সুপারিশমালা দিয়েছিল, সেখানে অন্যতম সুপারিশ ছিল নাগরিকত্ব ও চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা। গ্রানদি বলেন, চলাফেরার স্বাধীনতাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে জনগণ দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে পারে, তাদের খামারে বা মাছ ধরতে যেতে পারে, শিশুরা যাতে স্কুলে যেতে পারে, এবং অসুস্থ মানুষ যাতে চিকিৎসা সেবা পেতে পারে। তিনি উল্লেখ করেন যে, চলাফেরার স্বাধীনতা এখানে ‘খুবই সীমিত’। তিনি বলেন, “এমনকি যে সব মানুষের এনভিসি (ন্যাশনাল ভেরিফিকেশান কার্ড), আরও সামান্য যে সব মানুষের নাগরিকত্ব রয়েছে, তারাও মাঝেমাঝে সমস্যায় পড়ে। এ সমস্যার সমাধান না হলে, উন্নয়ন দিয়ে কাজ হবে না”। গ্রানদি বলেন যে, সরকার যতদিন না নাগরিকত্ব ও চলাফেরার স্বাধীনতার বিষয়টির সুরাহা করছে, ততদিন বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে থাকা অভিবাসীরা রাখাইনে ফেরার ব্যাপারে আগ্রহী হবে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।