Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলে-মায়ের মাধ্যমিক উত্তরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

সর্বশেষ ১৮ বছর আগে স্কুলে গেছিলেন। এরপর ঘর সংসারের কারণে আর স্কুলে যাওয়া হয়নি ৩৬ বছরের বসন্তীর মুদুলির। কিন্তু পড়াশোনার স্বপ্নটা ভুলে যাননি। তাইতো ছেলের বই নিয়ে, তার সঙ্গেই চালিয়েছেন পড়াশোনা। ভারতের ওড়িশার স্টেট ওপেন স্কুলের সাহায্যে বসন্তী মুদুলি মাধ্যমিক পাসও করে গেলেন একবারেই। অঙ্গনওয়ারিতে কাজ করছিলেন বসন্তী মুদুলি। কিন্তু খুব ভালো করেই জানতেন, পড়াশোনা ছাড়া বেশিদূর যাওয়া সম্ভব নয়। তাই যেভাবেই হোক অন্ততপক্ষে মাধ্যমিক পাস করার ভূত মাথায় চেপে বসে। সেই থেকেই শুরু। ছেলের বই নিয়ে, তার সঙ্গেই চলছিল জোরকদমে পড়াশোনা। আর তার ফলাফল, হাসতে হাসতে পাস করলেন মা ছেলে। পাস করে খুশিতে আত্মহারা বসন্তী বললেন, ‘একটা বিষয় বুঝেছিলাম যে মাধ্যমিক পাস ছাড়া বেশিদূর যাওয়া সম্ভব নয়।’ ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ