Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীর মাথা ব্যাগে ভরে থানায় যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

নিজ স্ত্রীর মাথা কেটে স্কুল ব্যাগে ভরে নিয়ে থানায় হাজির হলেন এক যুবক। এ ঘটনা ঘটে সোমবার ভোর ৬টায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণায়। মূলত আত্মসমর্পণ করতেই স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির হন সেই যুবক। ভারতীয় গণমাধ্যমের খবর, ভোরবেলায় হঠাৎই এক যুবক ভারতের পাথরপ্রতিমা থানায় ঢুকে পড়েন। এরপর অভিজিৎ দাস নামে ওই যুবক আত্মসমর্পণ করে জানান, তিনি তার স্ত্রীর গলা কেটে খুন করেছে, এমনকী পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে কাটা মাথা বের করে তা দেখান পুলিশ অফিসারকে। পাশাপাশি বলেন তাকে যেন গ্রেফতার করা হয়। আচমকা এমন ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক কর্তব্যরত পুলিশ সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ