Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইহুদিদের টুপি নিয়ে জার্মানিতে উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

রমজানের শেষ শুক্রবার আল কুদস দিবস বা জেরুজালেম দিবস পালন করা হয়। (জেরুজালেমকে আরবি ভাষায় কুদস বলা হয়) ১৯৭৯ সালে ইরান ফিলিস্তিনিদের সমর্থন করতে এবং ইহুদিবাদ (জিওনিজম) ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এ দিবস চালু করেছে। এদিকে আল কুদস দিবসকে সামনে রেখে ইহুদিদের টুপি নিয়ে জার্মানিতে উত্তেজনা দেখা দিয়েছে। জার্মানিতে সেমিটিজম বিরোধীরা ইহুদিদের কিপ্পাহ (ইহুদি ধর্মের প্রথাগত টুপি) পরে বাইরে বের না হতে হুমকি দিয়েছে। সম্প্রতি জার্মানিতে ইহুদি জনগণ বিরোধী সেমিটিক বিরুদ্ধবাদীদের দ্বারা হামলার সম্মুখীন হচ্ছে। জার্মানিতে সেমিটিজম বিরোধী কমিশনারের নাম ফেলিক্স ক্লেইন। তিনি হুমকি দিয়ে ইহুদি সম্প্রদায়কে পরামর্শ দিয়েছেন তারা যেন কিপ্পাহ পরিধান করে ঘরের বাইরে জনসাধারণের সামনে না যায়। শনিবার গণমাধ্যম ফাঙ্ক মিডিয়াকে তিনি বলেছেন, আমি ইহুদিদের জার্মানির সর্বত্র সবসময় কিপ্পাহ পরে চলাফেরা করার পরামর্শ দিতে পারি না। তার এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কারণে দেশটির প্রধান সংবাদপত্র বিল্ড তার প্রথম পৃষ্ঠায় কিপ্পাহর একটি কর্তিত অংশের ছবি প্রকাশ করেছে। এই ছবির মাধ্যমে পত্রিকাটি পাঠকদের (ইহুদির সাথে) সংহতি প্রদর্শন হিসেবে জনসম্মুখে এটি পরিধান করা অনুরোধ জানিয়েছে। জার্মানির প্রধান সংবাদপত্র বিল্ড ইহুদি সম্প্রদায়ের সাথে একাত্মতার স্বাক্ষর হিসাবে কপ্পাহ ক্যাপ পরিধান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। সংবাদপত্রটি পাঠকদের আহবান জানিয়েছে, ইহুদি প্রতিবেশীদের সাথে একাত্মতার সাথে দাঁড়িয়ে তাদের নিজস্ব কিপ্পাহ তৈরি করে (যা ডেভিডের স্টারকে ধারণ করে) এন্টি-সেমিটিজম-র পতাকা উত্তোলন করুন। শুধু তাই নয়, সংবাদপত্রটি ইহুদিদের ঐতিহ্যবাহী ক্যাপ তৈরির পদ্ধতি জানিয়ে তার ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে। সংবাদপত্রটির এডিটর-ইন-চিফ জুলিয়ান রেইচেল্ট লিখেছেন, এটি (কিপ্পাহ) পরিধান করুন, যাতে আপনার বন্ধু এবং প্রতিবেশীরা এটি দেখতে পারে। তিনি লিখেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে কিপ্পাহ নিয়ে একটি ছবি পোস্ট করুন। এই কিপ্পাহ নিয়ে রাস্তায় বের হোন। এদিকে জার্মান সরকার সংহতি প্রদর্শন হিসেবে জনগণকে কিপ্পাহ পরিধান করার আহ্বান জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে কিপ্পাহ পরিধান না করতে ক্লেইন যে সতর্কতা দিয়েছিলেন তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। গত সোমবার চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মুখপাত্র এ বিষয়ে হস্তক্ষেপ করেন। এরপর ক্লেইন তার সিদ্ধান্ত পাল্টে ফেলেন। এক সংবাদ সম্মেলনে মার্কেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ট বলেছেন, ধর্মের মুক্ত চর্চা করা যাতে সবার জন্য সম্ভবপর হয় সেটি রাষ্ট্র অবশ্যই দেখভাল করবে। এদিকে সর্বশেষ বিবৃতিতে ক্লেইন বলেছেন, আগামী শনিবার কিপ্পাহ পরিধান করার জন্য আমি বার্লিন ও জার্মানির সকল প্রান্তের লোকদের প্রতি আহবান জানাচ্ছি। কেননা ওইদিন আল-কুদস দিবস উপলক্ষে ইসরাইল ও ইহুদিরা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। আল-কুদস জেরুজালেমের ইজরায়েলী নিয়ন্ত্রণের বিরুদ্ধে বার্ষিক ঘটনা এবং শনিবার অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ইসরাইল কর্তৃক জেরুজালেম দখলের প্রতিবাদে প্রতিবছর আল কুদস পালন করা হয়। জার্মানিতে এটা আগামী শনিবার পালিত হতে যাচ্ছে। সা¤প্রতিক বছরগুলিতে অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো জার্মানিতেও সেমিটিকবিরোধী এবং অন্যান্য বর্ণবাদী ঘৃণা ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের সেমিটিকবিরোধী অপরাধের হার ২০ শতাংশ বেড়েছে। এদিকে, আল কুদস দিবস উপলক্ষে আগামী ২ জুন মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে বড় ধরনের মহড়া চালাবে বলে জানিয়েছে ইসরাইলের ডানপন্থী ইহুদিদের একটি গোষ্ঠী। দুদিন আগে তারা মসজিদটিতে জোর করে অনুপ্রবেশ করে নামাজরত মুসল্লিদের ওপর তান্ডব চালিয়েছে। ডেইল টেলিগ্রাফ, ওয়েবসাইট, উইকিপিডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ