Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতে রিজার্ভ পুলিশের ওপর মাওবাদী হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের ঝাড়খন্ডে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার ভোরে সিআরপিএফ সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে এ আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছে কমপক্ষে ১১ জন। সিআরপিএফ জওয়ানদের পাশাপাশি আক্রান্ত হয়েছে ঝাড়খন্ড পুলিশের সদস্যরাও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, ঝাড়খন্ডের সরাইকেল্লায় মঙ্গলবার ভোর ৪টা ৫৩ মিনিটে এ হামলা চালানো হয়। তখন বিশেষ অপারেশনের জন্য ওই এলাকা দিয়ে যাচ্ছিল সিআরপিএফ-এর নকশাল প্রতিরোধ স্কোয়াড কোবরা কমান্ডো ও ঝাড়খন্ড পুলিশের কর্মীরা। এ সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। রাস্তায় আগে থেকে আইইডি পুঁতে রাখা হয়েছিল বলে প্রতীয়মান হচ্ছে। বিস্ফোরণে আহতদের মধ্যে আটজন কোবরা কামান্ডোর সদস্য। বাকি তিন জন ঝাড়খন্ডের পুলিশ সদস্য। আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাদের রাঁচিতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচন চলাকালে মহারাষ্ট্রের গড়চিরোলিতে হামলা চালায় মাওবাদীরা। হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জওয়ান ও এক বেসামরিক নাগরিক নিহত হন। এর আগে ছত্রিশগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। এ হামলায় নিহত হয় পাঁচ জন। নিহতদের মধ্যে ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি-ও রয়েছেন। কয়েক মাস আগে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত হন দূরদর্শনের এক সাংবাদিক ও দুই পুলিশ সদস্য। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ