বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাকে বল্লমবিদ্ধ আবদুর রশিদ (৫০) আজ মঙ্গলবার সকালে মারা গেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুঙিয়াখাই গ্রামের সাবেক ইউপি সদস্য ইউনুস মিয়া ও বর্তমান ইউপি সদস্য শিশু মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলছিল। ঘটনার দিন সকালে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দু‘পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ বাধে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহত নাকে বল্লমবিদ্ধ আবদুর রশিদ (৫০)কে আশংকাজনক অবস্থায় এদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা দিন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায়। তিনি ঘুঙিয়াখাই গ্রামের মৃত তায়েব আলী মিয়ার ছেলে।
চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সংঘর্ষের ঘটনার পর পরই নাসিরনগর থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।