Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর লবন জব্দ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ৬:৩১ পিএম

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাই কোর্ট থেকে বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর প্যাকেটজাত লবণ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় জব্দকৃত লবণ ধ্বংস করার পাশাপাশি শাহনাজ এন্টারপ্রাইজের মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের ব্যাপারীপাড়া এলাকায় একটি বাড়িতে বিক্রয় নিষিদ্ধ এসিআই কোম্পানীর বিপুল পরিমাণ লবণ মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ হাজার প্যাকেট লবণ জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লবন জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ