Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়াংকা গোপের একক চাঁদ জানলা

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ৩ জুন আসছে সংগীতশিল্পী প্রিয়াংকা গোপের একক চাঁদ জানলা। এতে গান রয়েছে মোট ৯টি। গান লিখেছেন স্যামুয়েল হক, সুর করছেন ফয়সাল আহমেদ। অ্যালবামে গানের কথাগুলো হলো যদি এমন করো, চাঁদ জানলা, নব মল্লিকা ঘুম নয় ধ্যান নয়, যার কথা গল্পে, ভোরের সমুদ্র, আকাশের সব আলো, ও চাঁদ তোমার, দূর থেকে দেখা ও মনে পড়ে। প্রিয়াংকা গোপ বলেন, ‘আমি সবসময়ই আমার মনের মতো করেই গাওয়ার চেষ্টা করি। আমি মনে করি আমার শ্রোতারা বেশ নির্বাচিত। কিন্তু তারপরও যখন আমার এই ধারণার বাইরে থেকে গানের প্রশংসা শুনি, তখন সত্যিই খুবই ভালো লাগে। আমি মূলত উচ্চাঙ্গ সংগীতশিল্পী। এরই মধ্য দিয়ে নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। উল্লেখ্য, ২০১১ সালে প্রিয়াংকা গোপের প্রথম একক ‘সুরে সুরে দেখা’ এবং ২০১৪ সালে ‘রাগা ডিলাইট’ বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানার থেকে বাজারে আসে। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত গানের অনুষ্ঠানে প্রিয়াংকা গোপকে দেখা যায়। তিনটি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন তিনি। চলচ্চিত্র তিনটি হচ্ছে আকরাম খানের ‘ঘাসফুল’, মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ও মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়াংকা গোপের একক চাঁদ জানলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ