Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমান হাবিব চট্টগ্রাম চেম্বারের পরিচালক

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্প উদ্যোক্তা সালমান হাবিব চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি অর্ডিনারি গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়ন দাখিল করেন এবং মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে এই ক্যাটাগরির ১২ পরিচালকের সাথে নির্বাচিত হন।
চট্টগ্রামের ব্যবসায়িক ও বনেদী পরিবারের উত্তরাধিকারী সালমান হাবিব আসাম-বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মরহুম নজু মিয়ার পৌত্র, প্রাচীন শিল্পগোষ্ঠি হাবিব গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হাবিব মিয়ার নাতি এবং হাবিব গ্রুপ ও ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলীর বড় ছেলে।
বৃটেনের কুইন মেরী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রী নেয়া সালমান হাবিব হাবিব গ্রুপের পরিচালক, রিজেন্ট টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও রয়েছেন। দায়িত্ব পালনের সকলের সহযোগিতা প্রত্যাশা করে সালমান হাবিব বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম চেম্বারের দায়িত্বে আসা তরুণদের জন্য বড় প্রাপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ