পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : ভারতের সাউদার্ণ গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি বি এস আগারওয়ালের নেতৃত্বে এক বাণিজ্য প্রতিনিধিদল গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম চেম্বার নেতাদের সাথে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উভয় চেম্বার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, মুম্বাইস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ, চট্টগ্রামস্থ ভারতের ফার্স্ট সেক্রেটারি রাকেশ রমন, এ কে খান অ্যান্ড কোম্পানির এমডি সালাহ্উদ্দীন কাসেম খান, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, প্রতিনিধিদলের সদস্য অনিষ বিপিনচন্দ্র রাজন বক্তব্য রাখেন।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বাণিজ্য বৃদ্ধিতে বিভিন্ন চুক্তি থাকা সত্তে¡ও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। এক্ষেত্রে বিভিন্ন অশুল্ক বাধা, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, কাস্টম স্টেশনসমূহে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব অন্যতম প্রধান কারণ। তিনি উভয় দেশের স্বার্থে এসব বাধা দূরীকরণে ব্যবসায়ীদের মধ্যে সফর বিনিময়, যোগাযোগ বৃদ্ধি, কারিগরি সহায়তার আদান প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বর্তমান বাণিজ্যে আরো ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করেন। সরকার প্রদত্ত সুযোগ সুবিধা গ্রহণ করে এদেশে ভারতীয়দের বিনিয়োগের আহবান জানান চেম্বার সভাপতি।
গুজরাট চেম্বার সভাপতি বি এস আগারওয়াল বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরীপোশাক রপ্তানীকারক হিসেবে বাংলাদেশের প্রচুর পশ্চাৎ সংযোগ শিল্পের প্রয়োজন অপরিসীম।
তিনি ভারত থেকে ফেব্রিক্স আমদানির মাধ্যমে বাংলাদেশ লাভবান হতে পারে বলে মনে করেন। একই সাথে দু’দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে যৌথ বিনিয়োগের মাধ্যমে সিনথেটিক, ফেব্রিক্সসহ এ ধরণের শিল্প স্থাপনের মাধ্যমে বিপুলভাবে উপকৃত হবে। এ লক্ষ্যে অচিরেই চিটাগাং চেম্বারের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধিদলকে গুজরাটের বিখ্যাত টেক্সটাইল হাব সুরাতে আমন্ত্রণ জানান বি এস আগারওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।