পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রাম চেম্বারের শতবর্ষ পূর্তি উপলক্ষে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা গতকাল (বুধবার) শুরু হয়েছে। চতুর্থ দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে নির্মিত দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) বা বিশ্ববাণিজ্য কেন্দ্রের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার যাবতীয় প্রস্তুতি তুলে ধরেন শতবর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান সাবেক চেম্বার সভাপতি এম এ লতিফ এমপি। এতে চেম্বার সভাপতি মাহবুবুল আলমও বক্তব্য রাখেন। এম এ লতিফ জানান, দেশের অন্যতম প্রাচীন চেম্বার চট্টগ্রাম চেম্বারের শতর্বষ পূর্তি উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন। আগামী শনিবার বিকেল ৩টায় বন্দরনগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে গড়ে উঠা বিশ্ববাণিজ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি জানান, দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বিশ্ববাণিজ্য কেন্দ্র চট্টগ্রাম তথা সারাদেশের ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন সক্ষমতার প্রতীক হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। এটি চালু হলে গোটা বিশ্বের কাছে চট্টগ্রাম অন্যরকম এক পরিচিতি পাবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, দেশী-বিদেশী বিনিয়োগ ত্বরান্বিত হবে।
বিএনপি ক্ষমতায় থাকাকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য জমি বরাদ্দ করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন- ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিভিন্ন বিভাগের নামকরণের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় আনা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে এম এ লতিফ বলেন, কোন ব্যক্তির নামে কোন বিভাগের নামকরণ করা হবে না। শুধুমাত্র বঙ্গবন্ধুর নামে একটি কনফারেন্স রুমের নামকরণ করা হয়েছে। বাকি বিভাগগুলোর নাম হবে এ অঞ্চলের বিভিন্ন নদীর নামে। বঙ্গবন্ধুর সাথে কারও তুলনা চলে না বলে উল্লেখ করে তিনি বলেন, যারা সরকারে ছিলেন তারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্থাপনে সহযোগিতা দিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
আগামী রোববার র্যাডিসন ব্লু চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিজনেস কনফারেন্স। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট শিল্পপতি সালাহউদ্দিন কাশেম খান। এতে দেশী-বিদেশী অর্থনীতিবিদ, চেম্বার নেতৃবন্দ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখবেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইয়ুথ কনফারেন্স। এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের শেষদিনে রাঙামাটিতে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ট্যুরিজম সামিট-ইকো ট্যুরিজম। এতে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন রাঙামাটিতে অনুষ্ঠিত হবে উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এতে প্রধান অতিথি থাকবেন।
পাঁচ দিনের কর্মসূচির আজ দ্বিতীয় দিন সন্ধ্যায় বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ প্রদর্শনী। হিস্টোরি অ্যান্ড হেরিটেজ অব চিটাগাং ইন লাইট অ্যান্ড সাউন্ড শীর্ষক এ প্রদর্শনীতে বিগত চারশ বছর চট্টগ্রাম বন্দর হয়ে এ অঞ্চলে আসা বিদেশী শাসক ও বণিকদের ইতিহাস তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ সব কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে চেম্বারের সহ-সভাপতি নুরুল নেওয়াজ সেলিমসহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।