রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার রেলক্রসিংগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। গেটসহ গেট ম্যান না থাকায় রাস্তা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বগুড়া জেলার অন্যতম ও ব্যস্ততম রেলস্টেশন তালোড়া। সান্তাহার-বগুড়া মধ্যবর্তী জনগুরুত্বপূর্ণ স্টেশনটি হলো তালোড়া। এ স্টেশনের পশ্চিম পার্শ্বে রেল ক্রসিং দীর্ঘদিন ধরে অরক্ষিত রয়েছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই পথচারি ও যানবাহন পারাপার হতে হয় ঝুঁকিপূর্ণ এই ক্রসিং দিয়ে। এই রেলক্রসিং এ গেটম্যান তো দূরের কথা রেলক্রসিং এর কোথাও সতর্কতামূলক সাইনবোর্ড পর্যন্ত নেই। অত্র এলাকার ৮ থেকে ১০টি গ্রামের লোকজন তাদের উৎপাদিত খাদ্য শস্যসহ বিভিন্ন পণ্য সাইকেল, ভ্যান ও ভটভটি বোঝায় করে এ রেলক্রসিং অতিক্রম করে। এলাকাবাসী যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে। গ্রামাঞ্চলের ভিতরে রাস্তাগুলো দিন দিন ব্যস্ত হওয়ার কারণে রেলক্রসিংগুলো আরোও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে। এ সমস্যা সমাধান নিরসনে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশ কয়েকবার আবেদন দেয়া হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। এ ব্যাপারে দুবড়া গ্রামের কৃষক আব্দুল, নলঘড়িয়া গ্রামের আলাউদ্দিন, নওদা পাড়া গ্রামের বুলা জানান, গ্রাম থেকে ধান চালসহ বিভিন্ন কৃষি পণ্য ভ্যানে করে তালোড়ায় আনার সময় রেল লাইন পার হতে গেট ম্যান না থাকায় আতঙ্কের মধ্যে থাকতে হয়। তালোড়া পৌরসভার মেয়র খন্দকার আব্দুল জলিল “দৈনিক ইনকিলাব” কে জানান, এলাকাবাসীর দাবি ওই স্থানগুলোতে একটি গেট বেড়িয়ার স্থাপনসহ গেটম্যান রাখা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তালোড়া স্টেশন মাস্টার দেওয়ান সামছুল আলম জানান, স্টেশনের পূর্ব পার্শ্বের রেলঘুমটিতে গেট বেড়িয়ার থাকলেও লোকবল সংকটে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুনভাবে পশ্চিম পার্শ্বে গেট বেড়িয়ার ও গেটম্যানের এই মুহূর্তে ব্যবস্থা করা সম্ভব নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।