Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

ফটিকছড়িতে গৃহবধূ মামনি হত্যা

চট্টগ্রাম ব্যুরো ঃ | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মম হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ মামনি দে’র হত্যাকারীরা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন।
দুইজন আসামি গ্রেফতার হলেও মূলহোতাসহ কয়েকজন এখনও ধরা পড়েনি। তারা মামনির মতো তার ম্বামীকেও গলা কেটে হত্যার হুমকি দিচ্ছে। গতকাল (সোমবার) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহতের প্রবাসী স্বামী ও মামলার বাদী রূপন কান্তি দে।
গত ১৪ এপ্রিল গভীর রাতে উপজেলার হারুয়ালছড়ির মহানগর গ্রামে মামনি দে’কে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। খুনিরা এ সময় রূপন কান্তি দে’র পিতাকে পেটে ছুরি মেরে নাড়িভুঁড়ি বের করে ফেলে। সংবাদ সম্মেলনে রূপন কান্তি দে বলেন, হত্যাকাণ্ডের মূলহোতা আসামি সানী দাশ ও তয়ন দেসহ আসামিরা আমার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। এ লোমহর্ষক হত্যাকাণ্ডের খবরে পরের দিন দেশে ফিরে এসে হাসপাতালে পিতাকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই। পরে ওই রাতেই ফটিকছড়ি থানায় সানী দাশ, তয়ন দে ও অজ্ঞাতনামা ২ জন আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করি।
দেড় বছর বয়সী মা হারা মেয়ে শ্রীপর্ণা দে সীমাকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে রূপন বলেন, ঘটনার পর এক মাস ১২ দিন অতিবাহিত হলেও মূলহোতারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। আসামিরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তারা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বিষয়টি তদন্তকারী কর্মকর্তাকে বারবার অবহিত করলেও তিনি তাতে কর্ণপাত করছেন না। রূপন কান্তি দে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের শ্বশুর মিলন কান্তি দে, শাশুড়ি রত্না রাণী দে, মা বাসনা রাণী ধর, ভাই রাহুল ধর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামনি হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ