রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবদদাতা
আগামী ৪ জুন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাপ্তাইয়ের ৪টি ইউপিতে সাধারণ ভোটার ও প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে। ইতিমধ্যে কাপ্তাইয়ের বিভিন্ন প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি এবং এজেন্ট না দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে প্রার্থীরা। আসন্ন ইউপি নির্বাচনে ভোট যতই ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে শঙ্কা ততোই বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। রাইখালী ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর তালুকার অভিযোগ করেন, রাইখালী ভাঙালী অধ্যুষিত এলাকা ডংনালা, কারিগরপাড়া, রিফজিপাড়া, নারায়ণগিরিসহ বিভিন্ন এলাকার আমার সমর্থকদের এবং আমাকে ভয়ভীতি প্রদান করা হচ্ছে। তিনি এ সকল এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন। চিৎমর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ইথোয়াই মং মারমা বলেন, আমি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছি। তবে সুষ্ঠু ভোট প্রযোগ হলে এবং প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা থাকলে এবং ভোটারা সঠিকভাবে ভোট দিতে পাড়লে তিনি বিজয়ী হবে বলে মত প্রকাশ করেন। নাম না প্রকাশ না করার সর্তে ওয়া¹া ইউপি কয়েকজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, আমরা ভয়ের মধ্যে আছি। বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদের। কেন্দ্র দখলের মতো ঘটনা হওয়ার সংবাদ শুনতে পাচ্ছি। তারাও প্রশাসনের দৃষ্টি কামনা করছে। এদিকে কাপ্তাই ইউপি ধানের শীষ প্রতীকের প্রার্থী মহির উদ্দিন অভিযোগ করেন, তার সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দিচ্ছে এবং কোন এজেন্ট না দিতে পারি তার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেওয়া কথা অভিযোগ করা হয়। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা কামানা করেন। এদিকে নির্বাচন কর্মকর্তা বলেন ভোটারদের যতই ভয় বা হুমকি প্রদান করা হউক কাউকে ভোট কেন্দ্র দখল বা ভোট প্রয়োগে বাধা গ্রহণ যোগ্য হবে না। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।