Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগে একাধিক বিদ্রোহী ঘটছে আইন-শৃঙ্খলার অবনতি

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহরে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ভয়- ভীতি আর হুমকি-ধামকির মধ্যে চলছে প্রচারণা। আগামী ৪ জুনে চাটমোহরে ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। প্রতিদিনই প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভেঙে চলছে বলে অভিযোগ উঠেছে। মিছিল, মিটিং, মোটরসাইকেল শো-ডাউন, পথসভা করা হচ্ছে। ভোটারদের ভয়-ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগ। কোথায় নৌকার বিদ্রোহী প্রার্থী, সমর্থক, ভোটারদের আবার কোথায় বিএনপি’র প্রার্থী, সমর্থকদের ভয়-ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগ। ইউপি নির্বাচনকে ঘিরে ছোট-খাট চুরি, ছিনতাই, অফিস ভাঙচুর, মারপিটসহ নানা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকায় ততই সহিংসতা বেড়ে যাচ্ছে। একে অপরের প্রতি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলছে। চাটমোহরের ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ এবং সাধারণ পুরুষ সদস্য পদে ২১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ছাইকোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো. ছাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রচারণায় মাইক বাধা দেয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রতিদিন চলছে মোটরসাইকেল শো-ডাউন ও মিছিল। চলছে প্রার্থীদের আয়োজনে ভূরিভোজ। নির্বাচনী আচরণবিধির ধার ধারছেন না অনেকে। দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা নাওয়া-খাওয়া ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ভোর থেকে শুরু করে রাতভর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থী ও কর্মীরা ভোট প্রার্থনা করছেন। একাধিক গোপন সূত্র মতে অনেক প্রার্থী অবাধে কালো টাকা খরচ করছেন। রাস্তাঘাট অলিগলিতে পোস্টার পোস্টারে ছেয়ে গেছে। অনেক পোস্টার দেয়ালে, চায়ের দোকানেও শোভা পাচ্ছে। চাটমোহরে বিএনপি’র কোন বিদ্রোহী প্রার্থী না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সব ইউনিয়নগুলিতেই রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ বিস্তর। নৌকার প্রার্থীরা তাদের ভয়ভীতি প্রদর্শন করছেন। ইতোমধ্যে নির্বাচনী সহিংসতাও তাদের মধ্যে দেখা দিয়েছে। মারপিট করার পাশাপাশি দোকানপাটও ভাঙচুর করা হয়েছে। এতে সাধারণ ভোটারাও ভীত এবং আতঙ্কিত হয়ে পড়েছেন। ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়ার বিষয় এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে চাটমোহর রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন এবং নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা জানান, চাটমোহরের ইউপি নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনে কোন অনাকাক্সিক্ষত ঘটনা মেনে নেয়া যাবে না। নির্বাচন সুষ্ঠুু করতে প্রয়োজনীয় সংক্যক ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগে একাধিক বিদ্রোহী ঘটছে আইন-শৃঙ্খলার অবনতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ