মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চুক্তি হোক বা না হোক আগামী ৩১ অক্টোবর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়বে বলে জানিয়েছেন কনজারভেটিভ দলের এমপি ইস্থার ম্যাকভি। এমনকি কোনো ধরনের চুক্তি ছাড়াই যদি ইইউ থেকে আলাদা হতে হয় তাহলেও ওই দিনের পর আর ইইউর সঙ্গে থাকছে না ব্রিটেন।
তেরেসা মের পদত্যাগের পর তার স্থান দখলের অন্যতম প্রতিদ্ব›দ্বী ইস্থার ম্যাকভি। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেক্সিটপন্থী সাবেক এ মন্ত্রী বলেন, ৩১ অক্টোবরই শেষ দিন, এরপর আমরা বেরিয়ে আসব। যদি এরমধ্যে কোনো চুক্তি না হয় তবে সেভাবেই বেরিয়ে আসবে ব্রিটেন। তিনি আরও বলেন, আমরা এই সময়ের পর আর অতিরিক্ত সময় চেয়ে নেব না। এটাই নির্ধারিত দিন। আর এই অংশটিই আমাদের জনগণ, ব্যবসায়ী কেউ পছন্দ করছে না। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।