Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ইফতার মাহফিল

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবন বিজয় হলে গতকাল (রোববার) জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম, কক্সবাজার শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি মেয়র বলেন, স্বল্প আয়ের মানুষকে মূলধারায় ফেরাতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিত্তবানদের সহযোগিতা কিছুটা হলেও বদলে দিতে পারে নিম্ন আয়ের মানুষের ইফতার চিত্র।
মেয়র বিদ্যুৎ উন্নয়নে সরকারের গৃহীত প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনার সরকার গ্রাহক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মো. আমিন সর্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন। বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) চট্টগ্রাম সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ