Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় ধর্ষণ মামলার গ্রেফতার ১

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

ফরিদপুরের সালথায় স্কুলছাত্রী ধর্ষন মামলার আসামী জাবের আলী (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জাবের উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। জানা গেছে, গত ৫ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হয় যুগিডাঙ্গা গ্রামের নবম শ্রেণির এক ছাত্রী। সে সময় ওত পেতে থাকা দুই বন্ধু সাকিল ও জাবের মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। শুধু ধর্ষণ করে ক্ষ্যান্ত হয়নি তারা। ধর্ষনের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে তা ফেসবুকে প্রচার করে। ফেসবুকে প্রচার হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে সালথা থানায় অভিযোগ দায়ের করেন। সালথা থানা পুলিশ গত ২২ এপ্রিল সাকিলকে গ্রেফতার করে। শাকিল লক্ষনদিয়া গ্রামের মাসুদ শেখের ছেলে। মামলার উপ-পরিদর্শক অসিম কুমার বলেন, ধর্ষনের সহায়তাকারী মামলার ২ নং এজাহারভূক্ত আসামী জাবের আলীকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী শাকিলকে আগেই গ্রেফতার করা হয়েছে। রোববার ২ নং আসামী জাবেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালথায় ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ