Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বন্যায় বিধ্বস্ত ত্রিপুরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

প্রবল বৃষ্টি, আর তার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হল ত্রিপুরার উত্তরভাগে। লোকসভা ভোট মিটতে না মিটতেই ত্রিপুরা প্রশাসনের কাছে এল নতুন চ্যালেঞ্জ। জানা গিয়েছে, রাজ্যের উনকোটি এবং ধলাই জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। এখনই প্রায় এক হাজার পরিবার এই বন্যায় সর্বস্বান্ত হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফের দল। তবে শুধু এনডিআরএফ নয়, স্টেট রাইফেলস, দমকল দফতরও উদ্ধার কাজে হাত গালিয়েছে। গৃহহীন হয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত ১০৩৯ টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গতদের জন্যে খাবার, জল এবং ওষুধের বন্দোবস্ত করা হয়েছে প্রশাসন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ